প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন জরুরি

সনাকের মতবিনিময় সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার


প্রেস বিজ্ঞপ্তি
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর ও টিআইবি’র আয়োজনে ও জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় গতকাল সোমবার বিকাল ৩টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক-চাঁদপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সনাক সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটিভ মাদার্স ফোরাম যেহেতু বাংলাদেশে একটি মডেল সেহেতু আমাদেরকে একটিভ মাদার্স ফোরাম নিয়ে আরও বেশি কাজ করতে হবে। একটিভ মাদার্স ফোরামকে সক্রিয় করতে হলে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটিভ মাদার্স ফোরামকে আরও বেশি কার্যকর করতে হবে।
তিনি আরো বলেন, প্রতিটি স্কুলের কাব দলকে সক্রিয় করতে হবে। সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের প্রতি সপ্তাহে কমপক্ষে ৩-৪টি স্কুল ভিজিট করে কাব দলের বর্তমান অবস্থার উপর একটি রিপোর্ট আমাকে ও উপজেলা শিক্ষা অফিসারকে দিতে হবে। আগামি এক মাসের মধ্যে কাবিংয়ে পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, তথ্য অধিকার আইনের বাস্তবায়ন করতে হলে আমাদের গুরুত্বপূর্ণ ভমিকা পালন করতে হবে। তথ্য অধিকার আইন অনুযায়ী আমাদের তথ্য প্রদান করতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন জরুরি। আমরা তো প্রতিনিয়ত সেবা নিতে আসা জনসাধারণকে সেবা প্রদান করে যাচ্ছি। সেবা নিতে আসা সাধারণ জনগণ কোন কষ্ট পাবে এমন কোন কাজ করা যাবে না। সনাকের কার্যক্রমে আমরা বেশ খুশি। সনাক ও টিআইবি মূলত দেশের উন্নয়নে ও জনগণের সেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। সনাকের এ ধারা অব্যাহত থাকবে এ আশাবাদ ব্যক্ত করছি।
বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বহু আলোচনার পর উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাবলিক টয়লেট সমস্যার সমাধান হয়েছে। এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা সমাধানে করার জন্য উত্তর শ্রীরামদী স্কুল কর্তৃপক্ষকে মিটিং করে মিটিংয়ের রেজুলেশন কপি জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে প্রেরণ করতে হবে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের হস্তক্ষেপ ছাড়া সমস্যাটি সমাধান করা সম্ভব নয়। একটিভ মাদার্স ফোরামকে আরো বেশি সক্রিয় করতে হবে। এক্ষেত্রে মা সমাবেশের দিনও তাদের সাথে আলাদাভাবে মিটিং করা যেতে পারে। সনাক-চাঁদপুর যে স্কুলগুলোতে কাজ করছে সে স্কুলগুলোতে শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আরও রিমোট এরিয়ায় আরও কিছু প্রাথমিক বিদ্যালয় নিয়ে কাজ করার জন্য সনাকের প্রতি আহ্বান জানান।
সভাপতি তার বক্তব্যে বলেন, শিক্ষার মূলভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। আরো প্রাথমিক শিক্ষার প্রাণ হলো সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ। তিনি তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য শিক্ষা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। চাঁদপুরের একটিভ মাদার্স ফোরাম যেহেতু সারা দেশে একটি মডেল হয়ে আছে সেহেতু একটিভ মাদার্স ফোরামকে সক্রিয় রাখার জন্য তিনি সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের মূখ্য ভূমিতা পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভার উল্লেখযোগ্য সুপারিশ ও প্রস্তাবনাসমূহ হলোঃ জুলাই’১৯ মাসের ১ম সপ্তাহে চাঁদপুর জেলার প্রত্যেক উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের অংশগ্রহণে কর্মশালার আয়োজন করা। তথ্য অধিকার আইন বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। একটিভ মাদার্স ফোরামকে কার্যকর করার জন্য ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা সমাধানে করার জন্য উত্তর শ্রীরামদী স্কুল কর্তৃপক্ষকে মিটিং করে মিটিংয়ের রেজুলেশন কপি জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার সর্বাত্মক সহযোগিতা করবেন। আগামি ১ মাসের মধ্যে প্রতিটি স্কুলের কাব দলে পরিবর্তন আনা। উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্যবোর্ড হালনাগাদ করার জন্য সনাকের সহযোগিতা কামনা। উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষক সংকট দূরীকরণ।
এছাড়া প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর মনোহর আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, সনাক-চাঁদপুরের সহ-সভাপতি ইসমত আরা সাফি বন্যা। টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানার পরিচালনায় বিগত সভার কার্যবিবরণী পাঠ, দৃঢ়করণ ও অনুমোদন এবং বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন সম্পর্কিত পর্যালোচনা করেন টিআইবি’র রাজন চন্দ্র দে।
উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান শিক্ষা কার্যক্রম পর্যালোচনা করেন বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. শাহআলম মল্লিক ও প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকী এবং উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম পর্যালোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি মো. আব্দুল মালেক, সনাক সদস্য অধ্যাপক শাহানারা বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই, মো. ইলিয়াছ, শেখ সাহিদা আক্তার, মোসাম্মৎ রাবেয়া আক্তার, মানছুর আহমেদসহ অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সনাক-চাঁদপুরের ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্য জান্নাতুল ফেরদাউস।