প্রার্থিতা নিয়ে মায়ার শঙ্কা কাটায় মতলববাসীর মনে স্বস্তি

মনিরুল ইসলাম মনির
প্রার্থিতা নিয়ে শঙ্কা থাকলেও অবশেষে নির্বাচনী দৌঁড়ে টিকে গেলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে তিনি এবারও লড়বেন। তাঁর মনোনয়ন পত্র বৈধতার ঘোষণায় তাঁর নির্বাচনী এলাকায় জনমনে স্বস্তি ফিরেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার। গতকাল রোববার সকাল ১০টায় মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।
এ সময় চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মায়া চৌধুরীর সব কাগজপত্র সঠিক থাকায় রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।
উল্লেখ্য, চাঁদপুরের ৫টি আসনে বিএনপি-আওয়ামী লীগসহ বিভিন্ন দল থেকে ৫৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।