মনিরুল ইসলাম মনির
প্রার্থিতা নিয়ে শঙ্কা থাকলেও অবশেষে নির্বাচনী দৌঁড়ে টিকে গেলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে তিনি এবারও লড়বেন। তাঁর মনোনয়ন পত্র বৈধতার ঘোষণায় তাঁর নির্বাচনী এলাকায় জনমনে স্বস্তি ফিরেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার। গতকাল রোববার সকাল ১০টায় মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।
এ সময় চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মায়া চৌধুরীর সব কাগজপত্র সঠিক থাকায় রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।
উল্লেখ্য, চাঁদপুরের ৫টি আসনে বিএনপি-আওয়ামী লীগসহ বিভিন্ন দল থেকে ৫৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- প্রার্থিতা নিয়ে মায়ার শঙ্কা কাটায় মতলববাসীর মনে স্বস্তি
Post navigation

