ফতেপুর পূর্ব ইউনিয়নে নৌকা প্রতিকের উঠান বৈঠক

আ.লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে
………মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম

মনিরুল ইসলাম মনির
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ আসনের নৌকা প্রতিকের দলীয় প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ কর্তৃক নৌকা প্রতিকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। বিএনপি জামাত জোট যতই লাফালাফি করেন না কেন, নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আসছে ৭ জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন, ওই নির্বাচনে ব্যাপক ভাবে ভোটারদের উপস্থিত করতে হবে, যাতে করে মানুষ ভোট দিতে পারে। যতই ভোটার উপস্থিতি হবে ততই নৌকার ভোট বাড়বে এবং নৌকার বিজয় নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্ব এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওছমান গনি পাটওয়ারী, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য রাশেদুল ইসলাম চৌধুরী রনি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জজ, আওয়ামী লীগ নেতা গাজী মুক্তার হোসেন, যুবলীগ নেতা আতিকুল ইসলাম শিমুল, সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, আওয়ামী লীগ নেতা ডা. জাফর আহম্মেদ, আব্দুল হান্নান মাষ্টার, সাবেক মেম্বার খোরশেদ আলম, ইউপি সদস্য জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন প্রধান, নাছির উদ্দীন দেওয়ান, ইউনিয়ন যুবলীগ নেতা হুমায়ূূন কবির, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আলমগীর দেওয়ান, সাধারণ সম্পাদক শাকিল দেওয়ান, মহিলা আওয়ামী লীগ নেত্রী শান্তা ইসলাম, সাবেক ইউপি সদস্য তাহমিনা আক্তার নিপা, ইউপি সদস্য জোহরা বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী হাসিনা চৌধুরী, জাকিয়া সুলতানা, ফাতেমা আক্তার মনি, ববিতা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান), সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফসহ অসংখ্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী ও শরীফ চৌধুরী।

২৯ ডিসেম্বর, ২০২৩।