ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার শুরুর দিন গত সোমবার রাতে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের ফিরোজপুর বাজারে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছে। পুলিশ হামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক সবুজসহ দুইজনকে আটক করেছে। হামলার ঘটনায় আহত একজনের ভাই শামীম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের দিন রাতে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুরাদ হোসেন অভিযোগ করেন- ফিরোজপুর বাজারে নৌকা প্রতিকের মিছিল নিয়ে তার সমর্থকরা যাওয়ার সময় প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিকের সমর্থকরা নৌকার কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ২০ জন কর্মী আহত হয়। আহতরা হলেন- রাসেদ (২৪), শাহীন (৩০), মুন্না গাজী (২১), মহিউদ্দিন (২৫), জাহেদ বেপারী (২৩), সোহেল রাঢ়ী (২৯), শাকিল (২৩), আলমগীর হোসেন মিজি (৫৫), হাবিব (২১), ছৈয়দ (৫৫), জামাল (৪৫), মামুন (৪০), হাসনাত (৩৫), সোহাগ (৩০) ও হান্নান (৫০)। আহত কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়েছে এবং গুরুতর আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ও ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থীর লোকজন সোমবার রাতে তার দুটি প্রচার যান অটো বাইক, দুইটি মাইকসহ সিএনজি অটোরিক্সা ভাঙচুর করে। পরে বাসার নিচে থাকা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এক পর্যায়ে ইট-পাটকেল মেরে বাসার দরজা-জানালা ভেঙে ফেলে। তবে বাসার মেইন গেট বন্ধ থাকায় আমরা প্রাণে বেঁচে যাই। হামলার ঘটনায় তার পরিবারের সদস্যসহ ৪/৫ জন কর্মী আহত হয়েছেন। তিনি ‘৯৯৯’ নম্বরে ফোন দিয়ে নিজেকে বাঁচাতে পুলিশের সহায়তা নেন। তিনি হামলার বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর মঙ্গলবার (২১ ডিসেম্বর) লিখিত অভিযোগ করেছেন।
অন্যদিকে একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান স্বপন জানান, তিনি কোন হামলা মামলার সাথে জড়িত না হলেও পুলিশ গভীর রাতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক সবুজসহ তার দুই কর্মীকে আটক করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোাসন জানান, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের সংঘর্ষের ঘটনায় সংবাদ পেয়ে এবং পরবর্তীতে ‘৯৯৯’ এর মাধ্যমে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। হামলায় আহতের ঘটনায় সোমবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
২২ ডিসেম্বর, ২০২১।