ফরিদগঞ্জের ভাটিয়ালপুরে ভাইয়ের হামলায় ভাই আহত

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর এলাকায় ভাইয়ের হামলায় ছোট ভাই আহত হয়েছে। পৈত্রিক ভূমি আত্মসাতের কথা জিজ্ঞাসা করায় ঐ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত মোফাজ্জল হোসেন তালুকদার (৫৫)। বর্তমানে মোফাজ্জল হোসেন তালুকদার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর গ্রামে মৃত মৌলভী মোহাম্মদ আলী ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে মারা যান। এর মধ্যে তার ছেলে ফজলুল হক (মৃত) ও মোশারফ হোসেন পৈত্রিক সম্পত্তি আত্মসাতের লক্ষ্যে ৩ বোনের নাম সর্বশেষ বিএস রেকর্ডে অন্তর্ভূক্ত করেনি এবং ছোট ভাই মোফাজ্জল হোসেনের নামেও কম রেকর্ড করায়। এ নিয়ে ভাই-বোনদের সাথে দ্বন্দ্ব চলছিলো। চাঁদপুরের আদালতেও রেকর্ডে অন্তর্ভূক্ত না হওয়ায় ৩ বোন ফজলুল হক ও মোশারফের নামে মামলা দায়ের করে। এছাড়া ছোট ভাই মোফাজ্জলও তার নামে কম সম্পত্তি রেকর্ড হওয়ায় মামলা দায়ের করে। অপরদিকে সম্পত্তির কাগজ-পত্রও মোশারফ নিজের কাছে রেখে দেয়। তার কাছে সেগুলো চাইলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে মোফাজ্জল হোসেন তালুকদার ভাটিয়ালপুরে তার ক্ষেতে কাজ করা অবস্থায় মোশারফ সেখানে গিয়ে তাকে বেদম লাঠিপেটা করে আহত করেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। এ ব্যাপারে পরবর্তীতে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন মোশারফের স্বজনরা।

১৭ জুলাই, ২০১৯।