ফরিদগঞ্জের শিক্ষার্থীদের মুখে প্রথমদিনে শতভাগ মাস্ক

 

 

ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জ উপজেলার সরকারি ও বেসরকারি প্রাইমারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান মিলে প্রায় ৩শ’ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের, দেড় বছর পর প্রাণের শিক্ষালয়ে উপস্থিতি ছিল আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবারই মুখে মাস্ক ছিল শতভাগ।

উপজেলার কয়েক’টি প্রতিষ্ঠানে ঘুরে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক ও কর্তৃপক্ষ আগের থেকে প্রতিষ্ঠানের চেয়ার-টেবিল ও বেঞ্চগুলো ধুয়ে-মুছে পরিস্কার করে রেখেছেন। একই সাথে ডেঙ্গু মশা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে ডোবা-নালা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

বহু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের মূল গেটে রঙ-বেরঙের বেলুন দিয়ে সাজিয়ে রেখেছেন প্রিয় শিক্ষার্থীদের গ্রহণ করতে। প্রায় বিদ্যালয়ই ছিল শিক্ষার্থীদের কোলাহলে ভরপুর। শিক্ষার্থীদের চোখেমুখে কোভিড-১৯ করোনার কোন আতঙ্কের কোন ছাপ দেখা যায়নি।

বিদ্যালয় খোলার প্রথমদিন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও গণমাধ্যমের কর্মীরা প্রায় সব ক’টি প্রতিষ্ঠান মনিটরিং করেছেন।

১৩ সেপ্টেম্বর, ২০২১।