ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার সময় উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলি বাজারে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়, তা জানা যায়নি।
সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লাউতলি বাজারে খোরশেদ আলমের নির্মিত টিনশেড মার্কেটে আগুন জ¦লতে থাকে। মার্কেটের পিছনে খোরশেদ আলমের বসতঘর অবস্থিত হওয়ায় তারা গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণের শব্দে ঘুম ভেঙে গেলে ডাক-চিৎকার শুরু করে। মুহূর্তেই পার্শ্ববর্তী ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ‘৯৯৯’ এ ফোন করে খবর দিলে চাঁদপুর সদর ও রায়পুর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও মালামাল ও নগদ টাকাসহ ছোট-বড় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- ভ্যারাইটিজ ব্যবসায়ী আরিফ হোসেন, সারের ব্যবসায়ী মনির হোসেন, ফার্মেসীর ব্যবসায়ী আমির হোসেন, মুদি ব্যবসায়ী কামাল হোসেন, হুমাউ আহমেদ, মোবাইলের ব্যবসায়ী রাকিব হোসেন, কসমেটিক্সের ব্যবসায়ী হৃদয়, খাবারের হোটেল ব্যবসায়ী বিল্লাল হোসেন ও আয়াতুল্লাহর চায়ের দোকানটি পুড়ে যায়।
এতে মার্কেটের মালিক খোরশেদ আলম ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন, তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃশ্ব হয়ে পড়েছেন।

০৩ এপ্রিল, ২০২২।