ফরিদগঞ্জে অটিজম ও নিউরো-ডেভোলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মাশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তছলিম আহাম্মদ, মাজুদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্ল্যা আল মামুন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বক্তব্য রাখেন।
রিসোর্স পার্সন হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম শিপন, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক সেলিনা পারভীন, চাঁদপুর মহিলা সরকারি কলেজের প্রভাষক আল আমিন উপস্থিত ছিলেন।
কর্মশালা উপজেলা ৫০টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান, সরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
ফরিদগঞ্জ ব্যুরো
২৬ জুন ২০১৯