ফরিদগঞ্জে অটোবাইকের সামনের বাম্পার বিপজ্জনক, ঘটছে প্রাণহানি


নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন রুটে চলাচলকারী তিন চাকা বিশিষ্ট অটোবাইকের সামনের বাম্পারগুলো খুবই বিপজ্জনক! এসব অটোবাইক বা ইজিবাইকগুলোর সামনে গ্লাস লাগানো ফ্রেমটি সুরক্ষার জন্য স্টিলের বা এসএস দিয়ে তৈরি লাগানো থাকে। পরে অধিকাংশ এসব অটোবাইক বা ইজিবাইক গুলোর সামনে লোহাড় রড দিয়ে মজবুত করে বাম্পার তৈরি করে রাস্তায় নামায়। চারকোণা বিশিষ্ট এসব বাম্পার দূর থেকে দেখতেই ভয়ঙ্কর লাগে। আর লোহাড় পাত দিয়ে তৈরি এসব বাম্পারের ফলে বিপরীতমুখী বা কোনো যানবাহনের সাথে লেগে দুর্ঘটনা ঘটলে ঘটছে প্রাণহানি।
অপরদিকে রেজিস্ট্রেশন বা নম্বর প্লেটবিহীন এসব যানের চালকরা অদক্ষ ও অপ্রাপ্ত হওয়ার ফলেও ঘটছে দুর্ঘটনা। যানবাহনের সামনের সাদা লাইটের আলোর ফোকাস থাকে উপরের দিকে। ফলে বিপরীত থেকে আসা কোনো যান তার রাস্তা বা গতিপথ ঠিক রাখতে না পারার কারণেও ঘটে থাকে দুর্ঘটনা। তাই সচেতন মহল এসব অটোবাইক বা ইজিবাইকের সামনের বাম্পার খুলে ফেলা বা সরানো এবং রাতের বেলা যাতে যানবাহনের সামনের সাদা লাইটের আলোর ফোকাস নিচের দিকে থাকে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করার দাবি জানান।
খোঁজ নিয়ে দেখা গেছে, কিছুদিন আগে যাদের দেখা গেছে রিক্সা চালাতে তারাই এখন এসব অটোবাইক বা ইজিবাইক চালাচ্ছে। এছাড়া রয়েছে অপ্রাপ্ত বয়স্ক অনেক চালক, যাদের ট্রাফিক আইন কিংবা রেজিস্ট্রেশন বা নম্বর প্লেট না থাকার কারণে এসব যানের বেশিরভাগ মালিকেরা বা চালকরা মনে করে এসব যান চালাতে, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয় না। ফলে অদক্ষ ও অপ্রাপ্ত এসব চালকদের অদক্ষতায় দিনের পর দিন ঘটেই চলেছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি।
সম্প্রতি ফরিদগঞ্জ পৌরসভাধীন চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের কাছিয়াড়াস্থ আয়েশা ফিলিং স্টেশন এলাকায় মোটর সাইকেল ও এ ধরনের অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী টসবগে যুবক উজ্জল প্রাণ হারায় বলে দাবি স্থানীয়দের। অপরদিকে রাতে চলাচলকারী যানবাহন যেমন সিএনজি স্কুুটার, ইজিবাইক, মিশুক, মোটর সাইকেলসহ অনেক যানবাহনের সামনের আলোর ফোকাস থাকে উপরের দিকে। ফলে বিপরীত থেকে আসা কোনো যান তার রাস্তা বা গতিপথ ঠিক রাখতে না পারার কারণেও ঘটে থাকে দুর্ঘটনা।
তাই সচেতন মহল ফরিদগঞ্জ উপজেলার অভ্যন্তরে বিভিন্ন রুটে চলাচলকারী এসব অটোবাইক বা ইজিবাইকের সামনের বাম্পার খুলে ফেলা বা সরানো এবং রাতের বেলা যাতে যানবাহনের সামনের আলোর ফোকাস নিচের দিকে থাকে সে-ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করার দাবি জানান।

০৫ আগস্ট, ২০১৯।