ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ কলাবাগান বাজার মার্কেটে এই প্রথম দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মোবাইল কোম্পানী অপ্পো’র শো-রুম রোববার (১০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে উদ্বোধন করা হয়। এর আগে অপ্পো শো-রুমে প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠানে মোনাজাত করেন বিশিষ্ট আলেমদীন, তুলাতুলি জামে মসজিদের খতিব, মুফতি মাওলানা আনোয়ার হোসেন।
পরে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে শো-রুম উদ্বোধন করেন অপ্পো’র হাজীগঞ্জ ডিলার মো. আলী নেওয়াজ রোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জের সম্পাদক ও প্রকাশক নুরুরন্নবী নোমান, স্যামসাং’র চাঁদপুর ডিলার মো. আলম হোসেন, আইটেল ও ট্যাকনো’র ডিলার মো. সোহেল আহমেদ ও অপ্পো শো-রুম ফরিদগঞ্জের স্বত্বাধিকারী মো. সৌরাভ হোসেন।
১১ জানুয়ারি, ২০২১।