ফরিদগঞ্জে আল-হেলাল হার্ট হাসপাতালের উদ্বোধন


ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে উপজেলা সদরে কলাবাগান মার্কেটে আল-হেলাল হাসপাতালের উদ্বোধন করা হয়। ঢাকা আল হেলাল স্পেশালাইজড হার্ট হাসপাতালের শাখা প্রতিষ্ঠান হিসাবে ফরিদগঞ্জে এই শাখা উদ্বোধন করা হয়। গত শনিবার দুপুরে উপজেলার কলাবাগান বাজারে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
তিনি তার বক্তব্যে বলেন, বিগত সরকারগুলো স্বাস্থ্যখাতের উন্নয়নে কোন কাজ করা হয়নি। এমনকি ভালো কোন উদ্যোক্তাকেও এই বিষয়ে এগিয়ে আসতে সুযোগ করে দেয়া হয়নি। বরং তারা দেশের মানুষের এই সেবা ব্যবস্থাকে দুর্বল করে রেখেছিলো। বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন এনেছেন। যার ফলে আজ দেশের বড় বড় হাসপাতালগুলো যে কোন জটিল বা কঠিন রোগ নির্ণয়সহ চিকিৎসার সফলতা পেয়েছে এবং বিশ্বের দরবারে সুনাম বয়ে আনছে। সরকার আজ চিকিৎসা সেবাকে ডিজিটাল পদ্ধতিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। ঘরে বসে সরকারি ডাক্তারের সাথে মোবাইল ফোনে টেলি মেডিক্যাল সেবা নিচ্ছে। দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্য সেবায় বাংলাদেশ আজ শীর্ষে অবস্থান করছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় ফলে। যার কারণে আজ ব্যক্তি বা প্রাইভেট কোম্পানীর লোকজন মফস্বল এলাকাগুলোতে আধুনিক স্বাস্থ্যসেবার জন্য বড় বড় উদ্যোগ নিতে পারছে এবং সফলতাও পেতেছে। তিনি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
হাসপাতালের উদ্যোক্তা, দক্ষিণ এশিয়ার প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর শাহাবুদ্দিন খান তাঁর বক্তব্যে বলেন, সরকারের পর আমরাই সর্বপ্রথম টেলি মেডিক্যাল ব্যবস্থা শুরু করেছি। তিনি বলেন, আমরা বিশ্ব যে কোন দেশে থেকে এই ব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র হার্ট নয় যে কোন চিকিৎসায় খুব অল্প সময়ের মধ্যে দেশের যে কোন স্থানে পৌছে দিতে পারবো। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অনেক প্রবাসী টেলি মেডিক্যালের মাধ্যমে আমাদের সেবা নিচ্ছে। তাছাড়া আমি আমার এই বয়সে এসে আমার নিজের এলাকার মানুষের প্রতি একটু নজর দিতে চাই। সবার সহযোগিতা পেলে আগামি অল্প সময়ের মধ্যে ফরিদগঞ্জে বসে আমার এলাকাবাসী বিশ্বের আধুনিক চিকিৎসা ব্যবস্থা পাবে।
ঢাকা আল হেলাল স্পেশালাইজড হার্ট হাসপাতাল ও ফরিদগঞ্জ আল হেলাল হার্ট এল্ড মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম শিপন, ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম, কলাবাগান বাজারের এমডি ফরিদ আহমেদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন আল হেলাল স্পেশালাইজড হাসপাতালে পরিচালক অধ্যাপক আবু শামীম, রেজিস্ট্রার হানিফ হোসাইন প্রমুখ।
শনিবার থেকেই ফরিদগঞ্জ আল হেলাল হার্ট এন্ড মেডিকেল সেন্টারের মাধ্যমে পুরো দেশব্যাপী টেলিমেডিসিন সেবার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা হয়।

২৪ সেপ্টেম্বর, ২০১৯।