
পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল
…….অ্যাড. জাহিদুল ইসলাম রোমান
নবী নোমান
জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেন, মহান স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন মর্যাদার সাথে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছিল। ঠিক সে মুহূর্তে স্বাধীনতা বিরোধী চক্র পরিকল্পনা মাফিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করেছে। এই স্বাধীনতা বিরোধীচক্র ভেবেছিলো বঙ্গবন্ধুকে হত্যা করে এই দেশকে পাকিস্তানের তাবেদারী রাষ্ট্রে রূপ দিতে পারবে। এই পরাজিত শক্তি চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিতে। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে, জাতির পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকার মধ্যে দিয়ে এদেশের মানুষ আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা যে স্বপ্ন দেখেছেন, তার স্বাদ ভোগ করছে। একই সাথে বাংলাদেশ আজ সমৃদ্ধশালী একটি সম্মানজনক রাষ্ট্রে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পেরেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তার প্রকৃত আদর্শ আমাদের মাঝে রয়ে গেছে। সুতরাং সেই আদর্শকে কাজে লাগিয়ে আমরা বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশকে আগামি প্রজন্মের জন্য গড়বো- এই হোক আজকের দিনে আমাদের শপথ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে অ্যাড. জাহিদুল ইসলাম রোমান তার বক্তব্যে এই কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, যুগ্ম-সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, যুবলীগ আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক হাজি সফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক কাউছারুল আলম কামরুল, ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ, যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া, শ্রমিক লীগের সভাপতি কাজী হানিফ, ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যাহ প্রমুখ।
এদিকে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনায় সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহাম্মদ মজুমদার, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ চাঁদপুর জেলা শাখার সম্পাদক কামরুল হাসান সউদ, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন প্রমুখ।
২০ আগস্ট, ২০১৯।