ফরিদগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

dav

ফরিদগঞ্জ ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামি ২৯ জুন সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আজ রোববার সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
গতকাল শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপন, ওয়াহিদুর রহমান রানা, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, সদস্য মোহাম্মদ আলী, মুরাদ ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন রতন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিদের মধ্যে নাজিম উদ্দিন পাটওয়ারী, বাচ্চু মিয়া স্বর্ণকার, রুহুল আমিন জমাদার, শওকত আলী, ডা. মোনায়েম, জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদকদের মধ্যে পিএম আক্তার, আনোয়ার হোসেন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, যুব মহিলা লীগের সভাপতি রাজিয়া সুলতানা দিপু, ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান খন্দকার প্রমুখ।