ফরিদগঞ্জ ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কেক কাটা শেষে আলোচনা সভা করেছে। সকালে দলের কার্যালয়ে আলোচনা সভায় সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ও ওয়াহিদুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান শওকত আলী, উপজেলা যুব লীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান, ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক কাউছারুল আলম কামরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদ উল্ল্যা তপদার। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
উল্লেখ্য, গত ২৯ জুন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ধার্য থাকলেও উপজেলা সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর অসুস্থতার কারণে তা পিছিয়ে ২০ জুলাই নির্ধারণ করা হয়।
২১ জুলাই, ২০১৯।