ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে ইচ্ছে পূরণ সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এসময় শিক্ষক,শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ প্রায় ৮০০ লোকের রক্তের গ্রুপ নির্ণয় ও ৬৫ জন মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
গত মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইলামের সভাপত্বিতে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. সাগর খান পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. বদরুন নাহার ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ বিএসসি, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর হোসেন, রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফারুক খান, ডা. মিজানুর রহমান, রুপসা বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি নূরের রহমান নুরু প্রমুখ।
