নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে মঙ্গলবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আলাউদ্দিন পান্ডে (৪০) ও রুবেল হোসেন নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পুলিশ ১শ’ ২৩ পিস ইয়াবা ও ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়েরের পর বুধবার সকালে চাঁদপুর অদালতে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার ইসলামপুর গ্রামে এসআই নাজমুল আলম ও এএসআই মঞ্জুর আলম মাদক বিরোধী অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও আলোচিত মাদক ব্যবসায়ী মৃত দেলোয়ার হোসেনের ছেলে আলাউদ্দিন পান্ডেকে আটক করে। এসময় তার কাছ থেকে প্রায় ৩শ’ গ্রাম গাঁজা ও ১শ’ ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে এএসআই মঞ্জুর আলম উপজেলার সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে শাহাজান আলীর ছেলে রুবেল হোসেনকে ২০ পিস ইয়াবাসহ আটক করে। পরে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়েরের পর বুধবার সকালে চাঁদপুর অদালতে পাঠায় পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রকিব আলাউদ্দিন পান্ডে ও রুবেল হোসেন নামে দুই মাদক বিক্রেতাকে আটকের বিষয়টি স্বীকার করেছেন।
০৮ আগস্ট, ২০১৯।