ফরিদগঞ্জ ব্যুরো :
গতকাল শনিবার বিকালে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ড. শামছুল হক ভূঁইয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবেন। সেই লক্ষ্যে আজ এই ইউয়িনের ৫টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হলো। পর্যায়ক্রমে বাকি গ্রামগুলোতে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়া হবে। আওয়ামী লীগ সরকার তথা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলেই এদেশে উন্নয়ন হয়। বিগত বছরগুলোতে এটা প্রমাণিত হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।
তিনি বলেন, উন্নয়নের মার্কা হচ্ছে নৌকা, তাই নৌকাকে বার বার বিজয়ী করতে হবে। গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ।
এর আগে তিনি প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে গল্লাক-ফকিরবাজার সড়কের ডাকাতিয়া নদীর উপর নির্মিত ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সাথে তিনি ওই সড়কের ৭০ লাখ টাকা ব্যায়ে পুনঃনির্মাণ কাজেরও উদ্বোধন করেন। পরে তিনি কলেজ মিলনায়তনে ২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে ৫টি গ্রামে ১১৫৯ জন নতুন গ্রাহকের মাঝে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন।
গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন আখন্দের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মুজদার, যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী ও ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ।