ফরিদগঞ্জে এইচপিভি টিকার সচেতনতামূলক সভা

মশিউর রহমান
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেছেন, জরায়ু ক্যান্সার রোধে কার্যকরী এইচপিভি টিকা নিয়ে নানান রকম অপপ্রচার চলছে। এ অপপ্রচার রুখতে জনগণের পাশাপাশি শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রুপসা বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শিক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে এবং মাও. মাহবুবুল আলমের পরিচালনায় অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়।
টিকা নিতে যেসব শিক্ষার্থী ভয় পাচ্ছে বা অপারগতা প্রকাশ করছে তাদের উদ্দেশে ইউএনও সুলতানা রাজিয়া বলেন, এইচপিভি টিকা নিয়ে নানা অপপ্রচার হয়েছে। এক সময় মহামারি করোনার ভাইরাসসহ বিভিন্ন টিকা নিয়েও এমন অপপ্রচার হয়েছিল এবং অপপ্রচার সবসময় থাকে। এতে শিক্ষক সমাজ ও জনগণ যদি সচেতন হয়, তাহলে সব বাধা অতিক্রম করা সম্ভব। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সরকারের একটি কল্যাণকর উদ্যোগ। যার মাধ্যমে আমাদের মেয়েরা সারাজীবনের জন্য জরায়ুমুখ ক্যানসার থেকে মুক্ত থাকবে।
এইচপিভি টিকা নিয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, এইচপিভি টিকা কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সঙ্গম হয়েছি।
তিনি বলেন, এইচপিভি টিকা সব নারীদের বিশেষ করে স্কুলে পুড়য়া মেয়েদের নেওয়া উচিত, কারন এই টিকাগ্রহণ করলে নারীদের জরায়ু ক্যান্সার থেকে পরিত্রাণ পাবে, এতে করে নারীদের মৃত্যু ঝুঁকি কমবে। তাছাড়া আক্রান্ত নারীদের অর্থ সম্পদ অপচয় রোধ হবে। তিনি প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের এই টিকাগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য অভিভাবক, শিক্ষক, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আশা করেন সবার সহযোগিতায় অল্প সময়ে সম্পন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের টিকা দেওয়া শতভাগ নিশ্চিত করতে পারবেন।
সচেতনতামূলক সভায় রুপসা আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়, রুপসা সিনিয়র আলিম মাদ্রাসা, রুপসা বালিকা উচ্চ বিদ্যালয় ও রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন রুপসা আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুল হক, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক শেখ, বিধান চন্দ্র দেবনাথ, সিদ্দিকুর রহমান, রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাখাওয়াত হোসেন, রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, স্বাস্থ্য সহকারী আয়েশা বেগম, পরিবার কল্যাণ সহকারী মঞ্জু আক্তার প্রমুখ।

২৭ নভেম্বর, ২০২৪।