ফরিদগঞ্জে এমএ হান্নানের কেন্দ্র কমিটির পরিচিতি সভা সুযোগ দিলে আমি ফরিদগঞ্জের আরো উন্নয়ন করতে চাই

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত নির্বাচনী কেন্দ্র কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ এমএ হান্নান। -ইল্শেপাড়

নারায়ন রবিদাস/আ. সোবহান লিটন

ফরিদগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে চাঁদপুর-৪ আসনের বিভিন্ন কেন্দ্রে গঠিত কমিটির সদস্যদের নিয়ে পরিচিতি সভা করেছেন বিএনপি নেতা এমএ হান্নান। গতকাল শনিবার সকালে বাসস্ট্যান্ড সংলগ্ন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের বাড়ি প্রাঙ্গণে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে ও সাবেক এজিএস নজরুল ইসলাম নজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন, আপনারা সুযোগ দিলে আমি ফরিদগঞ্জের আরো উন্নয়ন করতে চাই। আমার সততার জন্য বেগম খালেয়া জিয়া অতীতেও আমাকে পুরস্কৃত করেছেন। আমরা বিএনপির পক্ষে কাজ করেছি, তাই ফরিদগঞ্জে বিএনপির জনসমর্থন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। আপনারা ঘরে ঘরে জোয়ার তুলতে পারলেই ধানের শীষ আমার হাতে আসবে। তবে দলের বাইরে থেকে নির্বাচন করার আমার বড় শখ। আমি দেখতে চাই ফরিদগঞ্জবাসী আমাকে ভালোবাসে কি-না? দলের বাইরে গিয়ে নির্বাচনে জিতলে বুঝবো ফরিদগঞ্জের মানুষ সচেতন, বুদ্ধিমান, বিবেকবান, উন্নয়নকামী। স্বতন্ত্র এমপি হলেও বিএনপি ছেড়ে যাবো না।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মালেক বুলবুল, মফিজুল ইসলাম চৌধুরী, শাহাদৎ হোসেন, মহসিন হোসেন, ডা. আজাদ, হারুনুর রশীদ, আবু জাফর খসরু, নেছার আহমেদ, ফারুক হোসেন, আলমগীর হোসেন পাটওয়ারী, তোফায়েল আহমেদ, জাকির হোসেন গাজী, আমজাদ হোসেন, সাহাবুদ্দিন মাস্টার, জামাল হোসেন, জাহিদ হোসেন, শফিকুর রহমান প্রমুখ।