ফরিদগঞ্জে ওপেন হাউজ ডে


মাদকের সাথে জড়িত পরিবারের কেউ কমিউনিটি পুলিশিংয়ে থাকতে পারবে না
……………. মো. আফজাল হোসেন
নারায়ন রবিদাস
গতকাল সোমবার বিকেলে ফরিদগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, মাদকের ব্যাপারে ফরিদগঞ্জে কোন সুপারিশ না থাকায় এখানে মাদকের বিরুদ্ধে পুলিশ ভালো ভূমিকা গ্রহণ করতে পারছে। কিন্তু এই ধারা আরো জোরালো করতে হবে। মাদকসহ সব অপরাধগুলো থেকে নিরাময় পেতে আমাদের প্রতিটি বাজারে ব্যবসায়ীদের স্ব-উদ্যোগে টহল, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের কাজে লাগানো এবং সর্বোপরি পুলিশকে তাৎক্ষণিক তথ্য দেয়ার কাজটি করতে হবে। ইতোমধ্যেই উপজেলার খাজুরিয়া ও আষ্টা বাজার ব্যবসায়ীরা রাত্রীকালীন বিশেষ ব্যবস্থা নিয়েছে, যা অনুকরণীয়। মোদ্দা কথা আমরা নিজেদের স্বার্থেই মাদকসহ সব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
তিনি উপজেলা কমিউনিটি পুলিশিং ও ইউনিয়ন কমিটির পুনঃগঠনের কাজ চলছে বলে জানিয়ে বলেন, কার্যক্রমকে গতিশীল করতে কমিউনিটি পুলিশিংকে রিফর্ম করা প্রয়োজন। আশা করছি নুতন কমিটি আসলে কার্যক্রম আরো গতিশীল হবে। তবে আপনাদের একটি কথা মনে রাখতে হবে, মাদকের সাথে জড়িত এমন পরিবারের কেউ যেন কমিউনিটি পুলিশিংয়ের সাথে জড়িত না হতে পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রকিবের সভাপতিত্বে এবং উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রিপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক অহিদুর রহমান পাটওয়ারী, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য আহসান হাবিব নেভী, মনির হোসেন, আনোয়ার হোসেন খোকন, কামাল পাটওয়ারী, মাইনুদ্দিন পাটওয়ারী, টিপু সুলতান সরকার, টেলু মেম্বার ও মাসুদ পাটওয়ারী।