মনির হোসেন
ফরিদগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদি রামপুর গ্রামের সিংহের বাড়িতে করোনা উপসর্গ নিয়ে বাবুল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ মারা যান।
জানা যায়, গত এক সপ্তাহ যাবত মৃত বাবুল মিয়া শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত রোববার (২৪ মে) রাতে পরিবারের লোকজন তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীকে আইসোলেশনের পরামর্শ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। সোমবার সকাল থেকেই তার অবস্থার অবনতি ঘটতে থাকে এবং দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
পরে করোনা উপসর্গে মৃত্যুর খবর শুনে ঐ এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২৬ মে, ২০২০।