ফরিদগঞ্জে গাঁজাসহ কুমিল্লার ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুমিল্লার দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার মনতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম ঐ দুই মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়েছেন।
আটকরা হলেন কুমিল্লা সদর দক্ষিণের আবুল কালামের ছেলে মাসুদ (২৮) ও আফতাব আলীর ছেলে রহিম (২৭)। ফরিদগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
৭ জানুয়ারি, ২০২১।