
ফরিদগঞ্জ ব্যুরো :
চাঁদপুরের স্থানীয় পত্রিকার সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরছেন। এ অঞ্চলের সাংবাদিকরা তাদের মেধা ও মননশীলতার মাধ্যমে পত্রিকাকে সমাজের দর্পনে পরিণত করেছে। এ জেলার শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর মধ্যে অনত্যম হলো দৈনিক চাঁদপুর প্রতিদিন। আমি পত্রিকাটি নিয়মিত পড়ি। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবদি পত্রিকাটি যেভাবে তাদের সফলতা ধরে রেখেছে আগামি দিনগুলোতেও তারা তা অক্ষুণœ রাখবে বলে আমি বিশ্বাস করি। গতকাল বুধবার দৈনিক চাঁদপুর প্রতিদিনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারী, পত্রিকার নির্বাহী সম্পাদক ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফারুখ আহমেদ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান সরকার, পত্রিকার বার্তা সম্পাদক ইব্রাহীম রনি, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি ও সমকাল উপজেলা প্রতিনিধি নাছির উদ্দিন পাঠান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, নির্বাহী সদস্য জাকির হোসেন সাঈদ, দৈনিক ইল্শেপাড় উপজেলা প্রতিনিধি মশিউর রহমান, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি শরীফ আহমেদ, প্রেসক্লাবের সহ-অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, তথ্য বিষয়ক সম্পাদক শাকিল হাছান প্রমুখ।
পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৈনিক চাঁদপুর প্রতিদিন ও দৈনিক আমাদের সময়ের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান সুজন। বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পত্রিকার লেখনীর মান ও ৮ বছরের সফলতা নিয়ে ভূয়সী প্রশংসা করেন।