আ. ছোবহান লিটন :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বুধবার বিকালে সড়কের ফরিদগঞ্জ পৌর এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিন ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম নান্টু।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বিএনপির নেতাকর্মীদের উপর মামলা-হামলা বন্ধ করতে হবে। তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ির বহরে হামলাকারীদের গ্রেফতার পূর্বক বিচারের আওতায় আনার দাবি করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কাসেম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মঞ্জুর হোসেন রনি, পৌর ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান রাঢ়ি, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরিফ তপদার, সোহাগ পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এমরান হোসেন স্বপন, কলেজ ছাত্রদল নেতা সোহাগ তপাদার, পৌর ছাত্রনেতা আরমান হোসেন, জাহিদ, মোতালেব, আকাশ, ছাত্রদল নেতা জসিম উদ্দিন, সোহেল, সালাউদ্দিন মিঠু, জহির হোসেন, সোহেল, সবুজ, আনোয়ার হোসেন, অহিদ, কাউছার হোসেন, রাসেল, আজাদ, রুবেল, এমরান বেপারী, রাসেল, তানহা, মনির, স্বপন, মানিক, শরিফ প্রমুখ।