ফরিদগঞ্জে ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা

নেতৃত্ব দিতে গিয়ে আমাদের মিশন ও ভিশন ঠিক রাখতে হবে : শামছুল হক ভূঁইয়া
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা গৌরবোজ্জল। আজ যারা আওয়ামী লীগকে নেতৃত্বে দিচ্ছেন তারা প্রত্যেকেই ছাত্রলীগ করেই এখানে এসেছেন। তাই তোমরা যারা এখন ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছো, তারাই সময়ের পরিক্রমায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্ব দিবে। সেই নেতৃত্ব দিতে গিয়ে আমাদের মিশন ও ভিশন ঠিক রাখতে হবে।
তিনি আরো বলেন, গত দশ বছরে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা যেভাবে দলের সাথে সাথে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগকে প্রস্তুতি নিতে হবে। দলের জয়ের জন্য নিজেদের বিলিয়ে দেয়ার আগে দলের মধ্যে শৃংখলা ও শক্তি অটুট রাখতে হবে। তবেই আমরা আমাদের উদ্দেশ্য ও লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। তিনি তফসিল ঘোষণার কারণে প্রতিটি নেতাকর্মীকে নিয়ম মেনে চলার আহ্বান জানান।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী ও আওয়ামী লীগ নেতা অ্যাড. হুমায়ুন কবির প্রমুখ।
এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজীব কুমার মজুমদার, প্রচার সম্পাদক রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারীসহ উপজেলার ১৫টি ইউনিয়ন সভায় বক্তব্য রাখেন। সভায় নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য প্রধান অতিথি সবাইকে অনুরোধ জানান।