ফরিদগঞ্জে জমি দখলের অভিযোগে প্রবাসী স্ত্রীর সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ ব্যুরো :
জোরপূর্বক জমি দখল এবং টাকা দাবির অভিযোগ এনে এক প্রবাসীর স্ত্রী সংবাদ সম্মেলন করেন। ফরিদগঞ্জের গাব্দেরগাঁও গ্রামের প্রবাসী টেলু মৃধার স্ত্রী আয়েশা বেগম দেবরের বিরুদ্ধে ফরিদগঞ্জ প্রেসক্লাবে তার লিখিত বক্তব্য পাঠ করেন। গতকাল রোববার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর পরিচালনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় অভিযোগকারীর স্বামী টেলু মৃধা এবং তার ছেলে জিয়াউর রহমান। এ সময় আয়েশা বেগম তার বক্তব্যে বলেন, আমার স্বামী ৩০ বছর পর যখন প্রবাস থেকে আসেন তখন তার ছোট ভাই বাচ্চু মৃধাসহ তার সাঙ্গ-পাঙ্গরা আমার এবং আমার স্বামীর কাছে মিথ্যে টাকা পাওনার অভিযোগ তোলে। এই অভিযোগের উপর আমাকে এবং আমার পরিবারকে বিভিন্ন রকমে জোরপূর্বক হুমকি-ধমকি প্রদান করেন। এবং বাচ্চু মৃধা রুপসা উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের বরাবরে আমার বিরুদ্ধে মিথ্যে অজুহাতে মামলা দায়ের করেন। যার মামলা নং ৬৯/১৩ইং। আমি স্বাক্ষীদের নিয়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত হই। বিল্লাল চেয়ারম্যান ও তার সাঙ্গ-পাঙ্গরা জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাখেন। পরবর্তীতে আমাদের না জানিয়ে তারা মামলাটি থানায় প্রেরণ করেন। এমনতাবস্থায় আমি বাচ্চু মৃধা ও বিল্লাল চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদপুর অতিরিক্ত জেলা নির্বাহী মেজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। আমার স্বামী দেশে আসার চার/পাঁচ দিন পর ফরিদগঞ্জ থানার এসআই নজরুল ইসলামসহ ৪/৫ জন সিপাহী আমাদের বাড়িতে আসে।
এসআই নজরুল ইসলাম বলেন, আপনার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আপনাকে আমাদের সাথে যেতে হবে। নজরুল ইসলাম আরো জানান, বাচ্চু মৃধা আপনাদের কাছে ২ লাখ টাকা পাবে। এক সময় আমাদের এ সমস্যা মিমাংসা হয়ে যায়। কিন্তু গত ২৪/১১/১৭ইং হঠাৎ রাত সাড়ে ৯টায় ফরিদগঞ্জ থানার এসআই শামিম আমার কাছে ফোন করে। আমাকে হুমকি দিয়ে বলেন, আপনি আপনার স্বামীকে নিয়ে এখনি থানায় আসুন। আমি পরদিন থানায় গিয়ে এসআই শামিমের কাছে জানতে চাই, কেন ডেকেছেন? তখন উনি কোন কিছুই না বলে হঠাৎ কাগজে স্বাক্ষর করতে বলেন। আমি কারণ জানতে চাইলে তিনি রেগে গিয়ে বলেন, বাচ্চু মৃধা আপনাদের কছে টাকা পাবে। এজন্য কাগজে স্বাক্ষর করতে হবে।