ফরিদগঞ্জে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার


ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল সোমবার সকালে ফরিদগঞ্জ থানা পুলিশ আয়েশা আক্তার মুক্তা (২৯) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। আয়েশা উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের মানুরী গ্রামের ধরার বাড়ির সৌদি আরব প্রবাসী সফিউল্ল্যার স্ত্রী।
জানা গেছে, রোববার রাতে সে তার সন্তানসহ ঘুমাতে যায়। সকালে প্রতিবেশীরা সকালে তার ঘরের রেফ্রিজারেটরে মাছ রাখার জন্য এসে ডাকাডাকি করে। কোন সাড়া শব্দ না পেয়ে শিশুদের ডাক দিলে শিশুরা ঘরের দরজা খুলে দিলে আয়েশাকে ঘরের আড়ার সাথে পরিধেয় কাপড় দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। তবে স্থানীয় লোকজন কেন সে আত্মহনন করছে তার কারণ জানাতে পারেনি।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে। সন্ধ্যায় পোস্ট মর্টেম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রাকিব লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, ময়নাতদন্ত রিপোর্ট আসলে ঘটনার কারণ জানা যাবে।

১৫ অক্টোবর, ২০১৯।