ফরিদগঞ্জে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ২৮টি সেতুর উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল শুক্রবার বিকেলে ফরিদগঞ্জে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার ২৮টি সেতুর ওপেন লটারি অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারো ফরিদগঞ্জে পিআইও অফিসের সেতুগুলো উন্মুক্তভাবে টেন্ডার ও ঠিকাদারের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হচ্ছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী।
টেন্ডারের লটারি প্রক্রিয়া চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নবী নোমান ও সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। লটারি পরিচালনা করেন উপজেলা প্রকৌশল অফিসের সহকারী ইঞ্জিনিয়র মতিউল ইসলাম।
প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫ থেকে সর্বোচ্চ ৩০ মিটার দৈর্ঘ্যের ২৮টি সেতুর টেন্ডার অনুষ্ঠিত হয়। ২৮টি প্রকল্পের জন্য সরকারের মোট বরাদ্দ ৫ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ১৮৬ টাকা। এর মধ্যে ৪০১৯টি দরপত্র বিক্রি হয়। যাতে সরকারের কোষাগারে ৪৮ লাখ ২৩ হাজার ৫শ’ টাকা জমা হয়। প্রতিটি প্রকল্পে সর্বনিম্ন ১৩৯টি ও সর্বোচ্চ ১৮৯টি দরপত্রটি জমা পড়ে। শুক্রবার বিকালে লটারিতে প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ ১৮৯টি ও সর্বনিম্ন ১৩১টি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
লটারি শেষে উপস্থিত ঠিকাদাররা স্বচ্ছ ও উন্মুক্তভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করায় কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

৬ জুলাই, ২০১৯।