নারী ও শিশু নির্যাতন বা রূঢ় আচরণকারীর বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর
……..মো. জামাল হোসেন
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে নারীদের প্রতি সহিংসতা ও সব ধরনের বৈষম্য প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেন বলেন, নারীদের প্রতি সহিসংতা রোধে আমাদের সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে। আজকের সভায় উপস্থিত শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তা সবারই নিজ-নিজ অবস্থান থেকে এই কাজগুলো করতে হবে। এ বিষয় জেলা ও পুলিশ প্রশাসন তথা সরকার অত্যন্ত সতর্ক।
তিনি আরো বলেন, নারীদের সব ক্ষেত্রে বৈষম্য দূরীকরণেও আমাদের নিজেদের ভূমিকা রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, দেশের এই উন্নয়ন যাত্রায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। দেশের প্রধান রপ্তানী খাত গার্মেন্টস শিল্পে আমাদের লাখ-লাখ নারী কাজ করছেন। আমরা প্রতিটি ক্ষেত্রেই তাদের সাথে যেন সুষম আচরণ করি সেদিকে নজর দিতে হবে। স্কুলগুলোতে শিক্ষার্থীদের তাদের সহপাঠীদের সাথে আচরণ বিষয়ে শেখাতে হবে। জনপ্রতিনিধিরা নিজেদের মতো করে সভা-সমাবেশ করে সমাজ সচেতন করে তুলতে পারেন। তবেই আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারবো।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন বা তাদের প্রতি কোনপ্রকার বৈষম্য ও রূঢ় আচরণকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও সরকার অত্যন্ত কঠোর।
গতকাল বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল্ল্যা আল মামুনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম ও মাজুদা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মো. মনির উজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ আল রেজা আশরাফি।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে সোহেল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে ইলিয়াছ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্ত্তীসহ বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ।
১১ জুলাই, ২০১৯।