ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে নিবন্ধিত জেলেদের ৩ দিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত সোমবার সকালে শুরু হয়ে গতকাল বুধবার দুপুরে এই প্রশিক্ষণ শেষ হয়।
বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে হিসেবে তাদের ছাগল পালন, সেলাই মেশিন চালানো, হাঁস-মুরগির খামার, ভ্যান গাড়ির ব্যবহার, মাছ চাষ, জেলে জালের উপর প্রশিক্ষণ দেয়া হয়।
জেলে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুস সাত্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী ও ফিল্ড অফিসার নজরুল ইসলাম।
উল্লেখ্য, প্রতি গ্রুপে ২০ জন করে প্রশিক্ষণ দেয়া হয়। আগামি সপ্তাহে আরো ১টি গ্রুপে ২০ জনকে বিকল্প আয়বর্ধক প্রশিক্ষণ দেয়া হবে।
১০ অক্টোবর, ২০১৯।