রুহুল আমিন খাঁন স্বপন
ফরিদগঞ্জে ২০১৩ সালের ২৫ অক্টোবর বিএনপি-জামাতসহ ১৮ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট ত্রি-মুখী সংঘর্ষে নিহত তিন যুবদল নেতার পরিবারের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করছে লায়ন আল-আমিন ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার আল আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের মো. জাহাঙ্গীর, রূপসা ইউনিয়নের মো. আরিফ ও মো. বাবুলের বাড়িতে পৌঁছে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রূপসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বাবু, জেলা যুবদলের সদস্য ও রূপসা বাজার ব্যবাসায়ী কমিটির সভাপতি মো. ফারুক খাঁন, সাধারণ সম্পাদক ও রূপসা নবজাগরণ ক্লাবের সভাপতি মো. রিয়াদ হোসেন, সদস্য মো. মনির হোসেন, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, পাইকপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহীন মোল্লা, যুবদল নেতা মো. সাইফুল ইসলাম নিশান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. জাকির হোসেন দর্জি, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলাম প্রমুখ।