ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা লক্ষ্যে এবং জনগণকে সচেতন করার জন্য মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এই অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি বিভিন্ন দোকানে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ১৪ ধারা অনুযায়ী বিভিন্ন দোকানে ১১ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড করেন। একই সাথে বাজারে উপস্থিত ব্যবসায়ীদের পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ সম্পর্কে ধারণা প্রদান করেন।
৩১ জুলাই, ২০১৯।