ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে পরিবার কল্যাণ ও সেবা সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ মো. তছলিম মিয়ার সভাপতিত্বে ও এফডব্লিও মনির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান জুয়েল সোফিরেটের, ফরিদগঞ্জ উপজেলা কর্মকর্তা আলিম মিঞা, আমাদের সময়ের ফরিদগঞ্জ প্রতিনিধি আনিছুর রহমান সুজন, এফপিআই আমির হোসেন নয়ন, ইলিয়াছ হোসেন, পল্লী চিকিৎসক মো. মোস্তফা। এসময় সব এফপিআইরা উপস্থিত ছিলেন।
সভায় প্রাতিষ্ঠিনিক ডেলিভারি বৃদ্ধিকরণ ও প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করা সম্পর্কে আলোচনা করা হয়। আগামি ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ ও সেবা সপ্তাহের প্রস্তুতিমূলক আলোচনা করা হয়।
