ফরিদগঞ্জ ব্যুরো
দেশব্যাপী মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ফরিদগঞ্জে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ এআর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভা ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. মনির উজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী আশরাফি, একাডেমিক সুপারভাইজার আব্দুল্ল্যা আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ এ আর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল।
এদিকে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, সমাজ সেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম মিয়া, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান প্রমুখ।
০৬ আগস্ট, ২০১৯।