নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে মোটর সাইকেল চুরির প্রতিবাদ করায় হানিফ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। খবর পেয়ে পুলিশ মামুন তপাদার (৩০) ও আরিফ তপাদার(৩৫) নামে দু’জনকে আটক করেছে। এ ব্যাপারে ফরিদগঞ্জ হত্যায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার মূলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মূলপাড়া গ্রামের তপাদার বাড়ির লোকমান তপাদারের ছেলে নিহত হানিফের বোন বিউটি ও রাশেদা জানান, পাটওয়ারী বাজার এলাকার হারুনুুর রশিদের মোটর সাইকেল চুরি হয়। এই চুরির সাথে স্থানীয় সুমন, রাজন, হারিছ ও মামুন জড়িত থাকার ঘটনা জানাজানি হয়। এরই মধ্যে হানিফ অভিযুক্তদের একজন হারিছকে মারধর করে। এর জের ধরে হারিছের লোকজন বৃহস্পতিবার দুপুরে হানিফকে বেদম মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসু তপাদারের ছেলে মামুন তপাদার (৩০) ও আইয়ুব তপাদারের ছেলে আরিফ তপাদার (৩৫) কে আটক করে।
তারা আরো জানায়, দুই বছর আগে হামলাকারীদের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে হানিফ বেদম পিটুনির শিকার হয়। এতে সে কিছুটা মানসিক প্রতিবন্ধীত্বের শিকার হয়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে দু’জনকে আটক করেছে। হানিফের বোন বিউটি বেগম বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।
৮ জুলাই, ২০১৯।