ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলায় চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের গৃদকালিন্দিয়াতে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। তবে বাসটিতে যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও কোন প্রাণহানী হয়নি বলে জানান স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। অপরদিকে মদনেরগাও গ্রামের মোটর সাইকেল ও বাই সাইকেলের সংঘর্ষে এক কিশোরসহ দুইজন আহত হয়।
জানা গেছে, রায়পুর থেকে রঙ বোঝাই একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-২০১৫) ফরিদগঞ্জ থেকে চট্টগ্রামগামী জোনাকী পরিবহনের একটি বাস (লক্ষ্মীপুর-ব-১১-০০১২) চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসচালক পরান ও ট্রাকের চালক শহিদুলসহ অন্তত ৪জন আহত হয়। আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেয়।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শহিদ হোসেন জানান, ভোরে ঘন কুয়াশার কারণে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। বাসে কোন যাত্রী না থাকায় কোন প্রাণহানী হয়নি। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত উপস্থিত হয়ে রাস্তার প্রতিবন্ধকতা দূর করে যান চলাচল স্বাভাবিক করে।
২৭ ডিসেম্বর, ২০২০।