
বিভিন্ন ফল উৎপাদনে চাষিরা সাফল্য দেখিয়েছেন
………জাহিদুল ইসলাম রোমান
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শেষ হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আম, কাঁঠাল ও পেয়ারাসহ বিভিন্ন ফল উৎপাদনে ইতোমধ্যেই আমাদের ফল চাষিরা তাদের সাফল্য দেখিয়েছেন। এই ধারাকে এগিয়ে নিতে চাষি ও নার্সারি মালিকদের আরো প্রশিক্ষণ প্রদান করতে হবে।
তিনি চাষিদের উদ্দেশে বলেন, এক সময়ের অনেক সুস্বাদু ফল এখন হারিয়ে যেতে বসেছে। আপনারা এসব ফল যেন হারিয়ে না যায় এজন্য এর উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করুন। উপজেলা পরিষদ আপনাদের সার্বিক সহযোগিতা প্রদান করবে। নিজ বাড়ির আঙ্গিনায় ফলের গাছ লাগাতে হবে। যাদের জায়গা নেই, তারা বাড়ির ছাদে ফলের চাষ করতে পারেন। এতে নিজের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং সাথে সাথে পরিবেশ রক্ষা হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আশিক জামিল মাহমুদ, উপজেলা প্রকৌশলী ড. মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ নার্সারি মালিকদের সনদপত্র ও পুরস্কার প্রদান করেন। এর আগে গত ২৯ জুলাই ৩ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
১ আগস্ট, ২০১৯।