
বঙ্গবন্ধুর অবদানকে চির অম্লান করে রাখতে এই আয়োজন…………..অ্যাড. জাহিদুল ইসলাম রোমান
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল রোববার বিকালে ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
তিনি তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান স্বাদীনতায় ঐতিহাসিক নেতৃত্ব ও অবদানকে চির অম্লান করে রাখা এবং বর্তমান প্রজন্মকে তাঁর চেতনায় গড়ে তোলার জন্য সরকার এই বৃহৎ আয়োজন করেছে।
তিনি আরো বলেন, প্রতিটি শিক্ষার্থী তার শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য নিজের প্রয়োজনে অবশ্যই খেলাধুলাকে রপ্ত করতে হবে। যে শিক্ষার্থী পড়ালেখা ভালো সে খেলাধুলায়ও ভালো। এটার অসংখ্য প্রমাণ আজ আমাদের দেশে দৃশ্যমান। বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশে যতবার ক্ষমতায় এসেছে ততবারই তিনি শিক্ষার সাথে খেলাধুলার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আজ প্রতি বছর সারা বাংলাদেশে প্রাইমারী পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে অন্যাণ্য খেলাধুরার পাশাপাশি ফুটবল প্রতিযোগিতার উৎসবে মেতে ওঠে। যার ফলে, ধীরে ধীরে ক্রিকেটের সাথে ফুটবলেরও উন্নয়ন ঘটছে। জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের সর্বপ্রকার উন্নয়নের জন্য নানামুখী প্রকল্প গ্রহণ করছেন। যার কারণে দেশ আজ মধ্য আয় ও জিডিপিতে পৃথিবীর সেরায় স্থান করে নিয়েছে। দেশের এই অগ্রযাত্রাকে ধরে রাখতে আমাদের আগামী প্রজন্মকে মেধাবী ও সুঠাম দেহের অধিকার হতে হবে। তাই প্রকৃত মেধার বিকাশ আর সু-স্বাস্থের জন্য ক্রীড়াশৈলীর বিকল্প অন্য কিছু নেই।
গতকাল রোববার ফরিদগঞ্জ এআর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, মাজুদা বেগম, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় পৌরসভা একাদশ গোবিন্দপুর উত্তর ইউনিয়ন একাদশকে ২-০ পরাজিত করে। এছাড়া দিনের দ্বিতীয় খেলায় পাইকপাড়া দক্ষিণ একাদশ গোবিন্দপুর দক্ষিণ একাদশকে ট্রাইবেকারে ৩-০ গোলে পরাজিত করে।
০৯ সেপ্টেম্বর, ২০১৯।