ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে ফরিদগঞ্জ এআর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বঙ্গবন্ধু কাপে বালিথুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে প্রত্যাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা কাপে বিষুরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ১-০ গোলে কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিকালে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিশুদের লেখাপড়ার সাথে সাথে ক্রীড়ার সাথে জড়িত থাকলে মেধা ও মন উভয়ই ভালো থাকে, শরীর ভাল থাকে। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই খেলার আয়োজন করেন। এই টুর্নামেন্টটি বিশ্বের সবচেয়ে বড় আয়োজন। এর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় তুলে আনতে পারবো। তিনি এসময় বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানান। একই সাথে তিনি তাদের ব্যক্তিগতভাবে আর্থিক পুরস্কার দেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা শিক্ষা অফিসার মো. মনির উজ্জামান, থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব, ফরিদগঞ্জ এআর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহামদ মজুমদার, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের জেলা সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান।
পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
৩০ জুলাই, ২০১৯।