চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে
স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁ উচ্চ বিদ্যালয়ে চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে গত ১৫ জুন দিনব্যাপী চোখে ছানিপড়া রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স লাগানোর জন্য চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রম শুরু করা হয়। ক্যাম্পে ৫০ জন চোখে ছানি পড়া রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া ২শ’ জনকে বিনামূল্যে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা, কম্পিউটারে চক্ষু পরীক্ষা ও অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়।
বাছাইকৃতদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করে লেন্স স্থাপন করা হবে। বাছাই করা রোগীদের চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে এনে অপারেশন করে লেন্স লাগানো, বিনামূল্যে ওষুধ ও কালো চশমা দেয়া হবে। অপারেশনের জন্য ভর্তি রোগী থাকা-খাওয়া, পরীক্ষা-নিরীক্ষা খরচ হাসপাতাল বহন করবে।