
ফরিদগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলবো
…………মেয়র মাহফুজুল হক
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক বলেছেন, ডেঙ্গু নামে মানুষের মধ্যে যেই আতংক তৈরি হয়েছে, তা দূর করতে হবে। এজন্য জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। নিজেদের ঘরে আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আমি ফরিদগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলবো। এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই।
গতকাল মঙ্গলবার বিকালে পৌর এলাকায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। এর আগে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেনসহ কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে একটি র্যালি পুরো বাজারে প্রদক্ষিণ করে এবং মশক নিধনের ঔধষ ছিটানো হয়।
০৭ আগস্ট, ২০১৯।