নবী নোমান :
ফরিদগঞ্জে ২১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ফরিদগঞ্জ ওয়াপদা মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. মো. ফজলে রাব্বী মিয়া।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনকের আদর্শকে ধারণ ও লালন করতে হবে প্রতিটি নাগরিককে। বাঙালি জাতির রাখাল ছেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ঢাকার রেসকোর্স মাঠে স্বাধীনতা যুদ্ধের যে ডাক দিয়েছিলেন, তা আজ বিশ^ ঐতিহ্যের অংশ। পুরো বিশ^ আজ ভাষণটিকে নিয়ে গবেষণা করছে। তার ভাষণটি আজ আমাদের নতুন প্রজন্মের কাছে জানাতে ও দেখাতে হবে। তবেই বাঙালি জাতি হিসেবে উন্নতির শিখরে পৌঁছতে পারবে।
তিনি আরো বলেন, ইউনেস্কো যথার্থই চিহ্নিত করেছে, ৭ই মার্চের ভাষণই স্বাধীনতার মূলতন্ত্র। ৭ই মার্চের ভাষণকে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে। আমার মতে পৃথিবীর তিনটি ভাষণ শ্রেষ্ঠ। বিদায় হজের ভাষণ। বিদায় হজের চেয়ে শ্রেষ্ঠ ভাষণ পৃথিবীতে আর নেই। আব্রাহিম লিঙ্কনের ভাষণ। এ ভাষণ লিখিত ছিলো এবং তা হাজারো কাটাছেড়া করে প্রস্তুত করা হয়েছে। তারপরে হচ্ছে মহান স্বাধীনতার অগ্রনায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। এটি অলিখিত ভাষণ।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আরো বলেন ইউনেস্কোর স্বীকৃতির মধ্য দিয়ে এ ভাষণটি শুধু বাংলাদেশেরই নয়, সারা বিশে^র সম্পদে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর ভাষণটি পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে আমি প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। আমি চাঁদপুরের কৃতী সন্তান সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমানের সহকারী হিসেবে দু’বছর দায়িত্ব পালন করেছি। চাঁদপুরের প্রতিটি উপজেলায় আমার পদচারণা ছিলো। মাও. মান্নানের কুখ্যাত রাজাকার ছিলেন। আজ এখানে মুক্তিযুদ্ধের বিজয় মেলা হচ্ছে। জয় বাংলা স্লোগান হচ্ছে। ফরিদগঞ্জে এসে আজ বুক ভরে গেছে। ফরিদগঞ্জবাসীর প্রতি আমার শ্রদ্ধা হাজারো গুণ বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী বিশে^র তৃতীয় সৎ প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বিএনপি জোটের আমলে দেশ বারবার দুর্নীতিতে তৃতীয় হয়েছে। আপনারা কোন দিকে যাবেন? বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতির রানী। আর দুর্নীতির রাজা হচ্ছেন তার সন্তান তারেক রহমান। এতিমদের টাকা আত্মসাতের দায়ে তিনি আজ আসামি। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। বিজয় মেলার উৎপত্তির মালিক বঙ্গবন্ধু।
মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া।
এ সময় মেলা উদযাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও মেলা কমিটির মহাসচিব শহিদুল্যাহ তপাদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি ও চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ।
এর আগে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাতীয়, মুক্তিযোদ্ধা সংসদের ও মেলার পতাকা উত্তোলন করে মেলার আনুষ্ঠানিকতা শুরু করেন। পরে নেতৃবৃন্দ মঞ্চে আসলে উপজেলা প্রশাসন, আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ পৌরসভা, মেলা কমিটি, ফরিদগঞ্জ প্রেসক্লাবে, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
- Home
- প্রথম পাতা
- ফরিদগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনে ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া বঙ্গবন্ধু রেসকোর্সে স্বাধীনতা যুদ্ধের যে ডাক দিয়েছিলেন তা আজ বিশ্ব ঐতিহ্যের অংশ