জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ মাছ চাষিদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত সভায় শ্রেষ্ঠ তেলাপিয়া মাছ চাষকারী বাহাউদ্দিন নাছিম, সোহেল বেপারী এবং লীফ জাকির হোসেন ও জাহাঙ্গীর হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ।
২৪ জুলাই, ২০১৯।