ফরিদগঞ্জে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার তাহমিনা সমাজ উন্নয়ন ফাউন্ডেনশনের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়াখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বারাকাত উল্লাহ পাটওয়ারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সমাজসেবক ও ব্যবসায়ী আহসান হাবিব নেভি, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন, শিক্ষানুরাগী আনিছুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে খাঁড়খাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ শিক্ষা উপকরণ তুলে দেন।

২৪ জুলাই, ২০১৯।