ফরিদগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা

নারায়ন রবিদাস
নিজের পছন্দের পাত্রের সাথে বিয়ে না দিয়ে অন্য পাত্রের সাথে বিয়ে ঠিক করায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে নাদিয়া আক্তার ফারহানা নামে একাদশ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বাছপাড় গ্রামের ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের আব্দুল খালেক ভূঁইয়ার মেয়ে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির নাদিয়া আক্তার ফারহানার বিয়ে ঠিক করে তার পরিবার। এ সংবাদ জেনে সে তার পছন্দের পাত্রের কথা পরিবারকে জানালেও পরিবার সেই কথায় কর্ণপাত করেনি। ফলে সে মঙ্গলবার নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
সংবাদ পেয়ে থানা পুলিশ গভীর রাতে লাশ উদ্ধার করে। পরে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

১২ সেপ্টেম্বর, ২০১৯।