
ফরিদগঞ্জে মিরপুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এমএ হান্নান। -ইল্শেপাড়
নারায়ন রবিদাস :
মাকেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএ হান্নান বলেছেন, আপনাদের দুঃখ দূর করতে এতদিন কাজ করেছি, আগামিতেও করবো। আলমগীর হায়দার খানের সময় থেকেই আপনাদের জন্য কাজ করেছি। ফরিদগঞ্জ উপজেলার মসজিদ, মন্দির, সড়ক, ব্রিজ-কালভার্টসহ এমন কিছু নেই যা আমি করিনি।
তিনি আরো বলেন, ২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু এক প্রতারক প্রতারণার আশ্রয় নিয়ে জনপ্রতিনিধি হয়েছে। আপনাদের মনে রাখতে হবে, আমাদের পবিত্র গ্রন্থ কোরআনও প্রতারকদের বিরুদ্ধে কঠোর হতে বলেছেন। তাদের সাথে চলতে বারণ করেছে। তাই এদের এড়িয়ে চলুন। আমি যদি আপনাদের ন্যূনতম পাশে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার জন্য দোয়া করবেন এবং মাঠে থাকবেন। আগামি সংসদ নির্বাচনে আপনাদের সহযোগিতা নিয়েই এলাকায় আরো বৃহৎ উন্নয়নের জন্য নির্বাচন করবো। গত সোমবার বিকেলে ফরিদগঞ্জের মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন।
এসময় বক্তব্য রাখেন ফরিদগঞ্জের সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন পাটওয়ারী, পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজী, রাজনৈতিক নেতা লোকমান দর্জি, মাও. মোহেবুল্ল্যা, মো. ইউনুছ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নজরুল ইসলাম নজু, জামান হোসেন, খসরু মোল্লা প্রমুখ।
এর আগে এমএ হান্নান সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে দুই সহ¯্রাধিক নারী, বিকেলে বাসস্ট্যান্ড সহ¯্রাধিক রিক্সা চালক, কালির বাজারে নারী ও রিক্সাচালকদের শীতবস্ত্র বিতরণ করেন।