ফরিদগঞ্জে শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণ সভা


শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের জন্মদাতা
……আবু নঈম পাটওয়ারী দুলাল

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে আলোচনা সভা, গণভোজ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতির মধ্য দিয়ে জনসমুদ্রে পরিণত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম নয়, একটি স্বাধীন দেশের জন্মদাতা। তিনি তাঁর সারাজীবনের মেধা ও শ্রম দিয়ে এদেশের মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন। কিন্তু পাকিস্তানী প্রেতাত্মারা তাকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে এদেশকে আবারো পাকিস্তান বানানোর চেষ্টা চালিয়েছিল। কিন্তু সেদিন মহান আল্লাহ জাতির পিতার দুই সন্তানকে বাঁচিয়ে রেখেছিলেন। সেদিনের খন্দকার মোশতাকরা বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টায় সফল হলেও ২০০৪ সালে তাদের উত্তরসুরিরা গ্রেনেড হামলা চালিয়ে সেই নীলনকশা চালিয়ে ব্যর্থ হয়। আমাদের প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনাকে বাঁচাতে নেতাকর্মীরা নিজেরা মানবঢাল রচনা করে এবং সফল হয়। আজ তিনি ক্ষমতায় থাকার কারণে দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশ হিসেবে উঠে এসেছে বাংলাদেশ। একের পর এক উন্নয়ন কর্মকাণ্ডের কারণে আমরা উন্নত দেশের তালিকায় নাম লেখাতে এগিয়ে যাচ্ছি।
জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু ও সাইফুল ইসলাম রিপনের যৌথ পরিচালনায় এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল আমিন কাজল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান শওকত আলী, এইচএম হারুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদ উল্ল্যা তপদার, সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যা, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক হাজি সফিকুর রহমান, মহিউদ্দিন ভূঁইয়া ইরান, আকবর হোসেন মনির, ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান খন্দকার, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন খান।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রিয় জামে মসিজদের খতিব মাও. মমিনুল ইসলাম খান। এদিকে এই সভাকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হয়।

২২ আগস্ট, ২০১৯।