ফরিদগঞ্জ ব্যুরো
প্রতিদিন নতুন করে একটি ইংরেজি শব্দের সঙ্গে শিশুদের পরিচয় ঘটাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হয়েছে ওয়ান ডে ওয়ান ওয়ার্ড নামক কর্মসূচি। এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারুক আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনির উজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, শিশুদের প্রতিদিন একটি করে নতুন নতুন শব্দের সঙ্গে তাদের পরিচয় ঘটাতে হবে। এতে প্রতিভা বিকাশে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এই ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই ওয়ান ডে ওয়ান ওয়ার্ড কর্মসূচি চালু করেছে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, মো. আব্দুল মোতালেব, ইলিয়াস আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন কবির।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার ডলি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক মাও. আবুল কালাম, কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম পাটোয়ারী, ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, দক্ষিণ বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ আল মামুন প্রমুখ। উপস্থাপনায় ছিলেন শিক্ষক মোহাম্মদ হোসেন।
