একটি বস্তুনিষ্ঠ সংবাদ সমগ্র জাতিকে আলোর পথ দেখায় : ইউএনও
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন ও ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর রশিদ চৌধুরীসহ তিন প্রশাসনিক কর্মকর্তা ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ‘গণমাধ্যম কর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সম্পর্ক’ বিষয়ক মুক্ত আলোচনা করেন।
অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ তার বক্তব্যে বলেন, বর্তমানে সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের ৫ম কলাম। বাকি চারটি কলামকে সমন্বয় করে এ কলামটি। দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা বিশাল। তারা জাতিকে অন্ধকার থেকে সঠিক এবং সমৃদ্ধির পথে চলতে সহায়তা করে।
তিনি আরো বলেন, একটি বস্তুনিষ্ঠ সংবাদ সমগ্র জাতিকে আলোর পথ দেখায়। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন দেখে আমি অভিভূত। আমি আশ^স্ত এজন্য যে তারা বেশ ভালোভাবেই রাষ্ট্রের ৫ম কলামের দায়িত্ব পালন করছে। তিনি বলেন, আমি বিগত দিনে যতগুলো উপজেলায় কাজ করেছি ফরিদগঞ্জের সাংবাদিকদের মত অন্য কোথাও এমনভাবে মতবিনিময়ে মিলিত হইনি।
সাংবাদিকদের উন্মুক্ত প্রশ্নত্তোর পর্বে তিনি বলেন, ফরিদগঞ্জে ফুটপাত দখলসহ নানা ধরনের জটিলতা রয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফরিদগঞ্জে প্রাণ হিসেবে ডাকাতিয়া নদীকে রক্ষা করা এবং ডাকাতিয়ার হারানো সৌন্দর্য ফিরিয়ে আনা। আমি বিশ^াস করি সামাজিক আন্দোলনের মাধ্যমে ডাকাতিয়াকে বর্জ্য মুক্ত করাটা অসম্ভব কিছু নয়। আমি যদি একদল স্বেচ্ছাসেবী তরুণদের পাই তবে প্রয়োজনে আমি নিজেও ডাকাতিয়াকে বাঁচাতে নদীতে নামবো। এ সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া নির্বাচনকে শতভাগ সফল করা সম্ভব নয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি নূরুন্নবী নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর পরিচালনায় মতবিনিময় সভা শুরু হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন, কৃষি কর্মকর্তা মাহবুবুল, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার ও ফরিদগঞ্জ থানার ইনচার্জ মুহাম্মদ হারুন অর রশিদ চৌধুরী।
এর আগে পরিচয় পর্বের পর নবাগত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সময় টেলিভিশন ও কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, জাকির হোসেন সাঈদ, সালাউদ্দিন, মশিউর রহমান, আমান উল্যাহ আমান, আব্দুস সোবহান লিটন, রাসেল হাসান ও নূরুল ইসলাম ফরহাদ।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. বদরুন নাহার, সাংবাদিক নারায়ন রবিদাস, জাকির হোসেন সৈকত, আনিছুর রহমান সুজন, শরীফ আহম্মেদ, বারাকাত উল্যাহ, তাপস চক্রবর্তী, লিটন কুমার দাস, শাকিল মুশফিক, মামুন পাটওয়ারী, মোশারফ হোসেন ফারুক, আক্তার হোসেন, জসিম উদ্দিন, রিফাত কান্তী সেন ও রুহুল আমিন খান স্বপন উপস্থিত ছিলেন।
