মো. মনির হোসেন
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে স্বস্তি বিরাজ করছে। গতকাল শুক্রবার মনোনয়ন নিশ্চিতের খবর প্রকাশিত হওয়ার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। মিছিলের শ্লোগানে নেতা-কর্মীরা দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও ফরিদগঞ্জ আসনে মনোনীত প্রার্থী সাংবাদিক শফিকুর রহমানের পক্ষ থেকে জনগণকে শুভেচ্ছা জানিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
পৌর শহরে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মো. মাহফুজুল হক, জেলা পরিষদের সদস্য জোবেদা মজুমদার খুশি, পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন রতন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল হাসনাত, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলমগীর হোসেন রিপন, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, শাহজালাল সুইট প্রমুখ।
অপরদিকে বালিথুবা পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য জসিম উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।
